
সায়নাবানু এবং চেনা ন্যাসপাতি

চারপাশ বরফি হয়ে উঠছে
এ সময় ন্যাসপাতি গাছ
পাখেল
পাখা মেলে শহরের অলিগলি
ঢ্যাঁড়া চক আঁকে
গলিগালে প্রেমিক দাঁড়িয়ে
হাতে ল্যাম্পপোস্ট
আলোয় শূন্যের ন্যাসপাতি দুলিয়ে
অতিকায় স্পাইডার ম্যান
এ মোচ্ছব স্মৃতিগতা হলে
সবকিছু রূপোলি লাগে
এ জ্যোৎস্নায় সায়রাবানু
ম্যায় চলি ম্যায় চলি দেখো
প্যার কি গলি র সাইকেলে
দরজায় দরজায়
হিলহিলে টোকা দিয়ে যান
সাম্প্রতিক মন্তব্য