Select Page

জলমাটি সম্পর্কে

 জলমাটি নামকরণ

প্রায় দু’লক্ষ বছর আগে হোমো সেপিয়েন্সের সাথে অন্যান্য জন্তুর জীবনযাপন প্রক্রিয়ায় বড় বেশি ফারাক ছিল না, এরই মধ্যে আগুন জ্বালাতে শিখে গিয়ে যদিও সে অনেকটা নিরাপদ করতে পেরেছে নিজেকে, অন্যান্য শ্বাপদ জন্তুর আক্রমণ থেকে! এমনকি সত্তর হাজার বছর আগে শুরু হওয়া বৌদ্ধিক স্ফূরণের পরও শ্লথ গতিতেই এগিয়েছে তার বদলে যাওয়া! আজ থেকে আনুমানিক বারো হাজার বছর আগে চাষাবাদ আর পশুপালন আয়ত্বে আসার পর থেকেই জল আর মাটির দখল, স্থায়ী নিবাস গড়ে তোলা, হোমো সেপিয়েন্সের গতিপ্রকৃতিতে নাটকীয় পরিবর্তন নিয়ে আসে। শুরু হয় উদ্বৃত্ত সম্পদ, হিসেব নিকেশ আর নিয়ন্ত্রণের ছলাকলার আবিষ্কার! আর বিকাশের এই পর্যায়ে এসে সে হয়ে পরে একলা পথিক, হোমো গণ বা জেনাসের একমাত্র টিকে থাকা প্রজাতি! পায়ে হাঁটার সীমা কমে গিয়ে এই সময়ে এসে, মনে হাঁটার গতি-ই যেন হয়ে পরে অসীম! আর মনোজগতের এই উল্লম্ফনের ফলাফলই হল কল্পিত শুভ-অশুভের ধারণা, দেব-দেবী, ধর্ম , সাহিত্য-শিল্প-দর্শন, আদর্শ, বিভাজন আর বিভাজন-সংঘাতকে গ্রহণযোগ্য করে তোলার অপপ্রয়াসের রাজনীতি! সময়ের পরিক্রমায় মানুষ আজ ভেদ সৃষ্টকারী নানা ধর্ম-আদর্শ-মতবাদ-এর সঙ্কীর্ণ ভাবনার ক্রীতদাস হয়ে শতধারায় বিভক্ত, বিবদমান! বৌদ্ধিক বিকাশের পথে দ্রুত হেঁটে এই পর্যায়ে এসে হোমো সেপিয়েন্স এবার কোন পথে যাবে, কত সময়কালে; তা সম্ভবত: নির্ভর করবে, কতসংখ্যক মানুষ মানসিক ক্রীতদাসত্ব থেকে বেরিয়ে আসতে পারে তার ওপর। শাসকগোষ্ঠিও নিজের অজান্তেই বা অনিচ্ছা সত্ত্বেও পরিবর্তিত হয়েছে, হবে। এই পরিবর্তনের কোন সুনির্দিষ্ট দিক বা বেগ আছে কি না , তা অনুসন্ধানের বিষয়। একটা খন্ডকালীন সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো আপতিক (chancy) মনে হলেও, দীর্ঘ সময়কাল নিয়ে পর্যবেক্ষণ করলে কিছু উর্ধ্বগামী প্রবণতা নজরে আসে বৈ কি! এই প্রবণতাকে augment বা ত্বরান্বিত করায় আধুনিক সময়কালে মানুষের যে প্রয়াস লক্ষ্য করা যায় তাতে মনে হয় স্বত:স্ফূর্ততার পাশাপাশি কৃত্রিম বল প্রয়োগের ভূমিকা বর্তমান সময়ের পরিবর্তনের দিক বা গতিকে প্রভাবিত করবে। যে জল আর মাটিকে ঘিরে মানবসমাজের বিকাশ, নিয়ন্ত্রণের প্রতিযোগিতায় সেই জল মাটিই দুষিত আজ! এই দূষণ ঠ্যাকাতে দরকার তথ্যের মাটি আর ভাবনার জল!

জলমাটি বিভাগ > উপবিভাগ

জল> গল্প, কবিতা, স্মৃতিচারণ, সাক্ষাৎকার, আলাপচারিতা

মাটি > প্রবন্ধ , মতামত (বিষয়বস্তু – সাহিত্য, ইতিহাস, ধর্ম, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, সমাজচিন্তা, মূল্যবোধ ইত্যাদি বিষয়ে চলতি লেখা )

পাথর> আর্কাইভ (প্রবন্ধ , সাহিত্য, ইতিহাস, দর্শন, ধর্ম, বিজ্ঞান, সমাজতত্ত্ব , রাজনীতি , অর্থনীতি
ইত্যাদি বিষয়ে যৌক্তিক , তথ্যসূত্রসমৃদ্ধ, প্রামাণিক অতীতের লেখা)

 

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 4 other subscribers

সংরক্ষণাগার