জ্ঞানতত্ত্ব
জ্ঞানতত্ত্ব
(সাঁতার শিখেছো তুমি তাই পারো ভাসিতে)
জ্ঞানেরও জানালা লাগে
জ্ঞানও চায় হাঁটিতে
রেখো না ঢাকিয়া তারে
ইজমের বাটিতে
যে গ্রন্থ চুম্বিছ
অমৃত ভাবিয়া
পরিণামে নিতে পারে
রৌরব হাবিয়া
যা তোমারে ভাসাইবে
তাই পারে ডুবাতে
খাদ্যসমুদ্রে ডুবে
থেকে যাবে হাভাতে!
সংশয় জিজ্ঞাসা
নেই যেই জ্ঞানেতে
সে জ্ঞান পাথর শুধু
ডুবাইবে আধিতে!
মার্চ ৯, ২০২২
সুন্দর লেখা।