খোঁজ
দুঃসহ গরমে আমি ঘামতে ঘামতে তোর দরজায় এসে দাঁড়ালাম
একটু অঞ্জলি ভরে কিছু পাবে বলে,
কিন্তু কোথাও দেখতে পেলামনা তোকে ।
পাশের বাড়ির লোকটা বলল “আছে আসেপাশে কোথাও হয়ত, জোরে ডাকুন।”
ডাকলাম চেঁচিয়ে বার বার, তবু তোর সাড়া নেই।
লোকটা বলল ” জোরে ধাক্কা দিন দরজায়, এবার শুনবে।”
জোরে ধাক্কা দিয়ে দিয়ে হাত ব্যাথা হয়ে গেল, তবু কোনো সাড়া পেলাম না।
এবার খিড়কি দোর দিয়ে উঁকি মারলাম, দেখি শালা তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে আছ,
আর আমি এই রোদে মরি !
একবার ভাবলাম তোর বুকে একটা সজোরে লাথি মেরে দি, ভাঙবে ঘুম !
কিন্তু না, পড়ল মনে ওই জায়গাটা কাজীদার জন্য,
আমি তাহলে এখন তোর পাছায় কষাবো লাথি শালা নিলাজ ঈশ্বর!
সাম্প্রতিক মন্তব্য