লালন
ল-এর সাথে আ মিলে যাবার পর
সেদিন লাল হয়ে উঠেছিল আকাশ।
কাশবনে উড়ছিল পাখী সব;
ধেয়ে এসেছিল উত্তরের বাতাস।
লাল অন হয়ে যাবার আগেই
এল কাল বসন্ত নামে সে দিল দেখা।
লালক এলে ঘুঁচে গেল জলের বুকে একা থাকা।
লয় বিলয়ের খেলায় ঘোর অবেলায়
ধরিত্রী এসে জানান দিয়ে যায়;
ভেদ বিভেদে মত্ত চরাচরে গান যেন সে গায়।
সেই থেকে ল, আ-এর আধারে লালিত হয়ে ,
ফিরে ফিরে আসে কুলাচার ভেঙ্গে চলে উজানে।
“সবলোকে কয়, লালন কী জাত সংসারে?”
সাম্প্রতিক মন্তব্য