উল্টা গীত (অ্যান্টিথেসিস)
কাম কইরা খা হারামজাদা!
ফসল তো ফলাস তুই-ই, ভুইল্যা গ্যাছস?
মানচিত্রের মান রাখনের দায়ও তর-ই, ভুইল্যা গ্যাছস?
তুই কি তরেই খাইবার চাস!
তর বাড়তি ফলন ঘরে তুইল্যা আয়াস করে যেই হালায়
হ্যা-ই তর মাথায় হান্দায়া দিছে ব্যাবাক ভুলভাল।
তাই বুঝবার পারস না, ক্যাঠা কারে খাওয়ায় …
এইবার উল্টা গীতের সময় হইছে, খোঁয়ারি ভাইঙ্গা উঠ্!
কাম কইরা খা হারামজাদা … কাম কইরাই জীবন গেল তর,
এহন আবার কোন কামের কথা কই?
হেইডা বুঝনই এহন কাম, বান্ধন লাগবো উল্টা গীত,
‘ভাত বন্ধ কইরা দিমু হারামজাদা, মানচিত্র সামলা!’
মার্চ ১১, ২০২২
মানচিত্রের মান রক্ষায় ভাতের চেয়ে গোলাবারুদ জরুরী।
“ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো”– কবি রফিক আজাদের একটি বিখ্যাত বাংলা কবিতা মনে করিয়ে দিলো।