এক নদী জল পর্ব্ব-৫
ভস্মীভূত হয়ে যাবার আগে বলে যাই –
তুমি সুন্দর।
অতি সুন্দর!
মৃত্যুর চেয়েও সুন্দর।
জানুয়ারি ১২, ২৩
খ্যাতি বা অখ্যাতি নয়
নিন্দা-মন্দও নয়
তোমার সরব উপস্থিতিই
আমার পরম প্রাপ্তি।
জানুয়ারি ১১, ২৩
মুক্তির অন্ত কোথায়?
যেখানে অন্ত বলে কিছু
নেই, সেখানে? নাকি
এও এক অধরা স্বপ্ন?
জানুয়ারি ২, ২৩
কার প্রহারে জর্জরিত প্রতিটি প্রহর
কোন রাগে পাঠাও বাণী?
আমার দিন খুন হয়
মধ্য রাতের অন্ধকারে।
ডিসেম্বর ৩০, ২২
উড়ে বেড়াবার পক্ষবিহীন
এক পাখি আমি
তোমার গীত থেমে গেলে
আমিও হারিয়ে যাব হাওয়ায়।
ডিসেম্বর ৩০, ২২
সাম্প্রতিক মন্তব্য