
লং ড্রাইভ

( কথাসাহিত্যিক শরৎবাবু স্মরণে)
এবার তোমাকে নিয়ে লংড্রাইভে যাব,
গেঁওখালি, টাকি বা বাসন্তী নয়;
সীমা ছাড়িয়ে আমরা জাফলং যাব,
যেখানে আকাশ কথা বলে মাটির সাথে।
আরো দুর সবুজ বাগিচা ভরা শ্রীমঙ্গলে
হাল্কা পা ফেলে হাটবো দুজনে ।
পানসিতে বসে মাটির শানকিতে ভাত মাখবো
গরম আলুসেদ্ধ আর কচুপোড়া দিয়ে,
গবগব করে ভাতের গরাস মুখে ফেলব দুজনে,
তারপর?
তারপর লম্বা ভাতঘুম দিয়ে আমিনার বাড়ি যাব
তার মহেশের খোঁজে।
আর তখন পাশের ধানক্ষেতে ছেড়াজামা পরা
গফুরের কাকতাড়ুয়াটা আমাদেরে দিকে তাকিয়ে হাসবে।
সাম্প্রতিক মন্তব্য