নিষিদ্ধ দুপুর
যুবতীর সুডৌল নাকের উপর জমে আছে
বিন্দু বিন্দু ঘাম
উপরের ঠোঁট তির তির করে কাঁপে আসঙ্গলিপ্সায়,
শব্দন্তের পেষনে রক্তাক্ত হয়
কমলালেবুর কোয়ার মত ফোলানো নীচের ঠোঁট,
থুতনির নীচে থাকা ছোট কালো তিল তাকায় নীচের দিকে,
যেখানে যুগল সান্ত্রী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহারায়।
আরো নীচে, অববাহিকায় নগ্ন নির্জন দুপুর
নিস্তরঙ্গ ঝর্ণার জলে ঢেউ ওঠে,
ঝরে পড়ে এবার গলানো রূপকথা।
সাম্প্রতিক মন্তব্য