
‘যৌথতা’ বনাম ‘আমিত্ব’
বাস্তবতা হচ্ছে এটাই, সিদ্ধান্তটি সবার সিদ্ধান্ত হয়ে উঠতে পারেনি। কারণ সিদ্ধান্ত গ্রহণে সকলের স্বতঃস্ফূর্ততা ছিল না। ‘যৌথতা’র বুলি কপচানো নেতা একাই মূলত সেটি নির্ধারণ করেছিলেন। সকলেই নেতার ব্যক্তিত্বের প্রভাবে ‘হ্যাঁ’ সূচক সম্মতি দিয়েছে মাত্র। যে সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করা হয় এমন স্তরে সেখানে বাস্তবায়নের দৃশ্যরূপটিও হয় একক।
Read More
সাম্প্রতিক মন্তব্য