
আকাশ প্রদীপ

আকাশ প্রদীপ এই হেমন্তে আবার জ্বালাবো কি আমি ?
পুরুষ নারীর বিভেদের সলতে চুবিয়ে?
তার মাঝে যদি দেই একমুঠো নুতন ধানের তুষ রজঃস্বলা মেয়ের কাপড়ে বেঁধে?
তিরতির করে বাতাসের সিড়ি বেয়ে লাল লাল,
সার সার, আকাশ প্রদীপ আজ উঠতে উঠতে
মুছে দেবে সব নিষেধের সীমারেখা ।
একবার আয় পারভিন মিতা,–
সময় হয়েছে এখন তুই আর আমি মিলে
যুবতী মেয়ের রজ মাখা লাল কাপড়ে এবার
মোটা মোটা সলতে পাকাবো,
উর্বশী নারীর ফর্সা বুকের পাহাড়ে ঋজু হয়ে
দাড়িয়ে আমরা এবার যে বিরাট আগুন জ্বালাবো, তার লাল লাল শিখা আকাশ প্রদীপে ভর করে উঠবে,উঠবে আরো উপরে, উঁচুতে, ঠিক ছুঁয়ে ফেলবে এবার, ওই বায়তুল মোকাররমের উত্তুঙ্গ শিখর।
তোর রক্তমাখা কাপড়ের পাড় দিয়ে আকাশ প্রদীপ জ্বালাতে দিবি কি পারভিন মিতা?
সাম্প্রতিক মন্তব্য