Select Page

আমাদের ঈশ্বর বেঁচে নেই


তু‌মি নি‌শ্চিত !
‌তোমার ঈশ্বর বেঁ‌চে আ‌ছেন আ‌জো !
এই দাবদা‌হে !

লা‌ঠি পেটা ক‌রে মে‌রে ফে‌লা হয়‌নি তা‌কে !

ম্যান‌হোল, পা‌নির ট্যাংক
‌কিংবা থ‌লে‌তে পু‌ড়ে শীতলক্ষার জ‌লে !
তরবা‌রি বু‌লেট কিংবা বিমান হামলায়!

তু‌মি কি ক‌রে জান‌লে !
বা‌টোয়ারার সম‌য়ে
করা‌চি কিংবা দি‌ল্লীগা‌মি লোকা‌লে চে‌পে‌ছি‌লো যারা
গাদাগা‌দি ক‌রে
জীবন্ত;
কাঁটা প‌ড়ে‌ছি‌লো !

ছয়‌শো সাতাত্তর মাইল
শ‌স্যের ক্ষেত মাঠ পে‌রি‌য়ে
নগরীর স্টেশানে পৌছা ছমছ‌মে ‌সে ট্রে‌নে তি‌নি ছি‌লেন না !

পাঞ্জাব, কলকাতা কিংবা নোয়াখা‌লি‌তে !
তু‌মি হয়‌তো রং দে‌খে বোঝো নি !
চিন‌তে পা‌রো‌নি
আলাদা কর‌তে পা‌রো‌নি,
হয়‌তো তোমার প্রত্যাশা ছি‌লো আ‌রো গাঢ়
কোন কিছুর !

অভূক্ত নাগা বিদ্রোহীদের লড়াই‌য়ে
প্রেমে,
দিল্লীর শীতাতপ ঘ‌রে ই‌ন্দিরার ছ‌ক, চট্টগ্রাম ভাবনা
বছর পঞ্চা‌শেক আ‌গে
পেয়ারা বাগান কু‌ষ্টিয়া কিংবা ব‌রিশা‌লের জানবা‌জি লড়াই !

যু‌দ্ধে মুনাফার কারবা‌রির মৃত্যু হয় কী !

হয়‌তো
সীমানা পে‌রি‌য়ে ঈশ্বর তোমার আশ্রয়প্রার্থী হ‌য়ে‌ছি‌লেন!

দূর পাহা‌ড়ে জ্বা‌লি‌য়ে দেয়া হ‌য়ে‌ছি‌লো তার ঘর,
তোমার ই সাম‌নে হয়‌তো ঝাঁঝড়া হ‌য়ে‌ছি‌লো তার বুক !

‌কিংবা আ‌রো প‌রে
রা‌তে,

ছে‌লে ধরা
কিংবা
সাদা ‌পোশা‌কধারী
সমতল কিংবা পাহাড় থে‌কে
তু‌লে নি‌য়ে গে‌ছে যা‌দের
আর খোঁজ মে‌লে‌নি !

সিরিয়া কা‌শ্মীর কিংবা মায়ানমা‌র
মরু উপত্যকা কিংবা হাঁটুজ‌লে

রক্তাক্ত পা‌য়ে ফে‌লে আসা উ‌ঠো‌ন, ‌
ঝি‌ঙে গাছ আর স্বামীর কব‌রের দি‌কে তা‌কি‌য়ে ‌
শেষ বারের ম‌তো কেঁদে‌ছি‌লো যখন

দরিয়ার সামনে

সন্তান সম্ভবা মা !
ভূ‌মিষ্ঠ হওয়ার আ‌গেই
অন্ধকা‌রে ‌ব্রাশফায়া‌রে যার মুখ তু‌মি একবার দে‌খে‌ছি‌লে !

লাশ ভে‌সে গে‌ছে যার
সংখ্যায় ধ‌রে‌নি যার নাম !
তু‌মি হয়‌তো জান‌তে পা‌রো‌নি !

‌তোমার ঈশ্বর ভে‌সে গে‌ছে

নাফ থে‌কে ভারত সাগর হ‌য়ে প‌শ্চিমমু‌খে
প্রাচীন পার‌স্য কিংবা লো‌হিত সাগর হ‌য়ে আ‌ফ্রিকা !
‌কিংবা আ‌রো প‌শ্চি‌মে।


তু‌মি হয়‌তো চিন‌তে পা‌রো নি তা‌কে !

মন্তব্য করুন

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 4 other subscribers

সংরক্ষণাগার