সমাজবাদের বীণ
পথ গিয়েছিল কোন্ কোন্ দিকে জানো?
হিসেব রেখেছো তুমি ! এবং কেনো?
সব পথ ছিল বেশ সরু আর ফিকে
দিশাহীন পথে ছুটে গেছি একেবেঁকে
এতদিন পর কিছুটা হলেও বুঝি জলের গভীরে অনেক রয়েছে ঝাঁঝি
মানুষ মরছে অমানুষ দেয় তালি
গদির গরমে মিথ্যার তালবালি
খোলা আকাশের কটিতে বেঁধেছ কটু
মানুষ বুঝছে একে একে সবটুকু
যখন দেখবো সকাল-বিকেল-রাতে
মাছের ঝোলের বন্যা ভাতের পাতে
সেদিন আমিও শ্রমজীবীদের সাথে
থালায় দাঁড়াবো সুপারি থাকবে নিচে
এইসব হবে ঠিক হবে একদিন
মানুষ বাজাবে সমাজবাদের বীণ।
সাম্প্রতিক মন্তব্য