
এক নদী জল পর্ব্ব-১

১.
এই তোমাকে যতবার দেখা হয়
গ্রন্থাননে;
মনে হয়, মধ্যরাতের প্রেম
ভেসে যাচ্ছে বানের জলে।
ডিসেম্বর ০২, ২০২১
২
এমন কোন ভাব নেই, যার ভেতরে অভাব নেই।
এমন কোন অভাব নেই, যার ভেতরে ভাব নেই।
ভাবের ভাগ, সবার ভাগ্যে হয় না।
অভাব হয়।
ডিসেম্বর ৫, ২০২১
৩
ব্রিটিশের বাতাসে তবুও বাঁচা যায়;
কলকাতার নয়।
মরুভূমির তপ্ত বালুকায় পথ চলা যায়; তবুও
ঢাকার নয়।
ডিসেম্বর ৭, ২০২১
৪
অনেক দূরের অন্ধকার
দেখতে পাওয়ার নাম আলো।
কাছের আলো দেখতে
না-পাওয়ার নাম অন্ধকার !!!
ডিসেম্বর ২০, ২০২১
চার পঙক্তির কবিতা আগেই পড়া ছিল। নুতন পর্ব জলদি দিন।
ভাবছি। আর ভাবছি। আপনার মত আগ্রহ তেমন দেখতে পাচ্ছি না। তাই ভাবছি আর ভাবছি। আমাকে উৎসাহিত করার জন্য এক কাপ গরম গরম কফি।