সূত্রগুলো বদলে এবার ভাবো কিছু ভিন্ন
বলো তো কী লিখি?
তোমার বলা ছলাকলা
থেকেই আমি শিখি।
বছর ফুরোয় , বছর আসে,
আঁকে নতুন চিহ্ন
সূত্রগুলো বদলে এবার ভাবো কিছু ভিন্ন।
না না বলছিনে তো
নতুন মানেই
হয়ে যাওয়া অন্য।
শুধু মেকি সোনার
শেকল ছিঁড়ে
চাইছি হতে বন্য!
হতচ্ছাড়া
ভাবনাগুলো যতো!
থাকছি নে আর আমি আমার মতো
যেমন তুমি জানতে।
পাথর সময় আঁকড়ে ধরে
চমকে হঠাৎ দেখছি ফিরে
যাই নি কোথাও আঁটকে আছি
সময়সীমার প্রান্তে!
নতুন বছর আসছে আবার
আঁকবে নতুন চিহ্ন।
সূত্রগুলো বদলে এবার
ভাববো কিছু ভিন্ন!
ডিসেম্বর ৩১, ২০২১
সাম্প্রতিক মন্তব্য