স্বপ্নের ফেরিওয়ালা
আবার কখন স্বপ্ন ফিরি করব আমরা মালবিকা?
ছোটছোট স্বপ্ন মধুর সকাল গুলো ছিল আমাদের ,
আর ছিল ফুরফুরে বাতাস,গায়ের বুড়ি ছুঁয়ে যেত ।
আকাশ অনেক নীল ছিল,আর ছিল
আমাদের উঠোনের কোণে ঝুড়ি ভর্তি
শিউলির কুঁড়ি দিয়ে ঢাকা ছোট ছোট স্বপ্ন ।
তারা রোজ ফিসফিস করে বলতো কানেকানে
“যা, সাগর ছুঁয়ে আয় তুই একবার ” ।
বলি কি,দুজনে যদি আজ সাগরে নাইতে যাই মালবিকা?
সাগরের ঢেউ ছুঁয়ে যদি খুঁজে নিতে চাই আমাদের সেই বাসন্তী সকাল,
হয়ত তখন ঝরঝর করে ঝরবে বিরামহীন বৃষ্টি,
ছোট ছোট মেঘগলি স্বপ্ন হয়ে ঝরবে এবার
আমাদের মনের শুখনো মজে যাওয়া বালিয়াড়িতে ।
দুজনে কুড়াবো শুধু কুঁচি কুঁচি স্বপ্নের খুচরো খুদকুড়ো
সারাটা বিকেল, আর দূর, বহুদূর থেকে ভেসে আসা বাঁশির মাতাল সুর
পাগল করবে আমাদের।
একবার যাবে বাঁশিওয়ালাকে খুঁজতে আমার সাথে মালবিকা?
বাঁশির প্রতিটি তানে সুড় সুড় করে ইঁদুরের মতো,
গর্ত থেকে বেরিয়ে আসবে আমাদের স্বপ্নগুলি।
আমরা কোচড় ভরে টপাটপ তুলে নেব,আর
বেরিয়ে পড়ব স্বপ্ন ফিরি করতে দুজনে।
স্বপ্ন ফিরি করতে আমার সাথে যাবে মালবিকা?
শুধু একবার স্বপ্ন ফিরি করবে আমার সাথে মালবিকা?
সাম্প্রতিক মন্তব্য