এক নদী জল পর্ব্ব-২
১
চোখ তো নয় যেন সমুদ্রের ঢেউ
অগ্নিময় ঠোঁটের নিচেই হিমালয়
তারও নিচে আগ্নেয়গিরি
দু’পাশে জন্মের পর প্রথম আহার।
চৌঠা আগষ্ট, ২২
২
দ্বীপের উৎপীড়নে মরে যায় নদী।
জলযন্ত্রণায় সাড়া পড়ে না কোথাও।
তারচেয়ে যুদ্ধাস্ত্রই শ্রেয়।
বিবিধ অস্ত্রের গুণগানই মহাকাব্য।
১৯শে জুলাই, ২২
৩
ও আসে রাতের আঁধারে;
দিনের আলোয় পাখী হয়ে
ওড়ে যায় অন্য এক আকাশে।
গড়ে ওঠে স্মৃতির পাহাড় সঙ্গোপনে।
২ শে জুলাই, ২২
৪
বিশ্বাসীরা আগুন জ্বালায় জলে
মানুষেরা দেয় পানি।
দ্বীপ থেকে ভেসে আসে তালি
জনগণ রয় দুঃশাসনের করতলে।
জুলাই ১৯, ২২
ও আসে রাতের আধাঁরে
কি দারুণ
পাঠ-প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ।