বিষাদ
নিঃশ্বাস ধরে রাখো ডুব আকাশ এখন ভিনিগার রঙ
পিঠে ছুরি বেঁধবার আগে ঘুরে দেখো দেওয়াল ছায়া
তোমার দিকেই ঘুরে আছে তোমার পাঁজর ছানবিন করে তুলে আনছে হাড়ের অস্ত্রশস্ত্র তির ও হাতুড়ি
আর তুমি হয়ে উঠছো শমীবৃক্ষের মতো যূপ
আগুন বেঁধবার আগে নিজেকে নীরিক্ষা করো
মুখের পাটাতন ও জিভের দ্রাঘিমা থেকে গালের ললিত ঝোঁকা ঢেউ ও স্বাদের কুঁড়ি আপনাপন
ছেড়ে দূরে যাচ্ছে কিনা
দূরত্বের কাছে মাইলটাক জমি কিনে রেখো গোপন দুপুরে মাঝেমাঝে তার কাছে বসে তত্বকথা বলো
পানের ডাঁটির ঠোঁটে চুনের আগাটি ছুঁইয়ে চেতল বোয়ালের রাঙা ইতিহাস সাজাতে সাজাতে ছিপ ফেলো
ডাকের কাছে চিনির পানা আটকে ছিলো একদিন
ছুরি বেঁধবার আগে আগুন গেলবার আগে জ্বর আসুক এক ঝাঁপে পেড়ে ফেলো সমস্ত বিশ্বাস
সাম্প্রতিক মন্তব্য