গান, নভেল ও অন্যান্য
সেদিন বিকেলে আমি গেছিলাম বারিধারা
তোমাকে খুঁজতে,মিতা
কে যেন বললো তুমি নাকি গেছো রমনায়।
সাথে ছিল কালো গাইয়ে ছেলেটা,
গান গেয়ে তোমাকে শোনাবে বলেছিলো,
কিন্তু তার গান আমি শুনবো না।
ভিড়ে ঠাসা শিল্পকলা একাডেমি,ওখানে তখন
কবিতা পাঠ করছিলো হাসান আরিফ।
পাশে বসেছিল নুতন মেয়েটা তার কবিতা পড়বে বলে,
তার কবিতা আমরা শুনবো না।
ভাষা দিবসের সকালে গেলাম আমি শহীদ বেদিতে
তখন শিশির ভটচাজ আঁকছিলো বেদি লাল রং দিয়ে।
পাশের বাড়ির খোঁড়া ছেলেটা আঁকতে এসেছিলো ,
কিন্তু তার আঁকা ছবি আমি দেখবো না ।
সেদিন দুপুরে জহিরুল ইসলাম হলে ভিড়
তাহমিমা আনামের লেখা নভেল রিলিজ হবে।
কে যেন বললো হরি খুড়োর পাগল ছোড়া,
কেতাব লিখেছে নাকি, কিন্তু
তার লেখা নভেল আমরা পড়বো না ।
সাম্প্রতিক মন্তব্য