তীর্থস্থান (ধর্মীয়ভাবে পবিত্রস্থান)
তীর্থ শব্দটার আভিধানিক অর্থ পায়ে হেঁটে গমন। তবে তীর্থস্থান বলতে ধর্মীয়ভাবে পবিত্র স্থান বুঝায় যে স্থানে দেবতা বা স্রষ্টার পূজা/প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং যে স্থানে গমন করলে মানুষ পাপ থেকে মুক্ত হতে পারে।
প্রাচীনকালে, মানুষেরা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এই ধরনের স্থানে এসে পূজা দিতেন বা স্রষ্টার উদ্দেশ্যে কিছু উৎসর্গ করতেন, সে কারণে ধর্মীয়ভাবে পবিত্র স্থানের নাম তীর্থস্থান হতে পারে।
Read More
সাম্প্রতিক মন্তব্য