দেবাশীষ তুই
(দেবাশীষ চক্রবর্তী স্মরণে )
কবে তুই কবিতা শুকোতে দিয়েছিলি আমাদের উঠোনে
হাল্কা মেঘ মাখা দুপুর রোদ্দুরে তোর সুঠাম হাতের
মুঠোয় ধরা ছিল তোর শক্ত কলম
আর বাহাতে ধরে ছিলি নিয়ম ভাঙার কল্কে।
সুখটান দিয়ে রাখলি তোদের বেনিয়মী হিসেবের খাতাখানা জলের শাড়ির ভাঁজে,
টলটলে আলনায় ।
আর আজ জলের সকাশে তোর নিমন্ত্রণ
ছিল, আর একবার নিয়ম ভাঙ্গার খেলা,
কিন্তু তুই যে হঠাৎ ঘুমিয়ে পড়লি ক্লান্তিতে
যদিও আমরা জানি মৃত্যু এক বিরামহীন ঘুম
এক বিরামহীন ঘুম।
সাম্প্রতিক মন্তব্য