Select Page

শুয়ে আছো রাত্রির মতো

শুয়ে আছো রাত্রির মতো

নিস্তব্ধ রাত্রির মতো শুয়ে আছো তুমি
তোমার চোখ-মুখ-নাক-কান সবই জমে গিয়ে বরফ হয়েছে
কোথাও আর প্রজ্ঞার দ্যুতিটুকু নেই
বিচিত্র সময় এখন আমাদের পৃথিবীতে
তুমি কী ঘুমিয়ে গেছো! না কী বৈরী হাওয়ায়
বরফ-চূর্ণির নিচে করছো আর্তনাদ।

জানি, এ হলো এমন এক সময় যখন ভালবাসাগুলো
হলুদ পাতার মতো ঝরে যাবে,, শুকাবে নদী, বন উজাড় হবে
ফুঁসবে সমুদ্র লবণ
গিলে নিতে মানুষের আশা ও ভবিষ্যৎ
আকাশ-বাতাস-পাহাড়-পর্বত জুড়ে নামবে
বিষণ্ণতার ছায়া ‘কুমির-কান্না’র মতো মায়া।

আলোকিত মানুষেরা যেটুকু আলো একদিন জ্বেলেছিলো
মধ্য যুগের বর্ববতায় সে আলো নিভে গিয়ে
পৃথিবীতে নামিয়ে আনছে অন্ধকার
দিন-রাত্রির আহাজারি আর
শিয়াল শকুনের চিৎকার, হিংস্রতার তাণ্ডবে
জীর্ণ হচ্ছে রাষ্ট্রের সকল কাঠামো।
হায়
স্বপ্নগুলো ভেঙ্গে টুকরো হচ্ছে, টুটে যাচ্ছে-

১৯.১১.২০১০

মন্তব্য করুন

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 4 other subscribers

সংরক্ষণাগার