এক নদী জল পর্ব্ব-৪
১
আসুন না
আমরা সবাই মিলে
একটি কবিতা লেখি যা
একা কারো পক্ষে সম্ভব নয়।
২
একটি দেয়ালিকা সেঁটে দিয়েছিলাম
আকাশের গায়ে
ভেবেছিলাম, সবাই মিছিলে যাবে
চায়ের পেয়ালায় ঝড় তুলে
সবাই ফিরে গেল যার যার ঘরে।
৩
সংবিধানে সংরক্ষিত জনগণ
অর্থহীন শব্দ ছাড়া আর কিছু নয়।
লাশকাটা ঘরে গোত্রহীন-ধর্ম্মহীন
একটি শব।
৪
কবিতার কথা বলতে গেলেই
কা কা ধ্বনি আর কাকের কথা
কেন এত করে বলা হয়?
কারণ কাকেরা প্রতিবাদ করতে জানে।
সাম্প্রতিক মন্তব্য