এন্ড্রোমিডায় প্রেম
নীলাক্ষী, তোমাকে নিয়ে আমি এবার চলে যাব এন্ড্রোমিডা
অযূত আলোক বর্ষ পেরিয়ে দুজনে এক নীহারিকা পুঞ্জ থেকে
আরো বহু নীহারিকা পুঞ্জ পার করে
এক মহাকাল থেকে অন্য মহাকালে,
সময়ের আপেক্ষিকবাদ মান্য করে
চলে যাব অন্য সময়কালে; আমি বাইশ বছর, পঁচিশ হবে তুমি,-
অনন্ত কাল ধরে এন্ড্রোমিডা নক্ষত্রের
ঝুরঝুরে সাদা বরফের উপর পিছলে পড়বে তার কস্তুরী চাঁদের আলো
ওই নীল চাঁদ আর তোমার দুই নীল চোখ
দুর আকাশের ঠান্ডা বাতাস,
আর তোমার গরম নিঃশ্বাস, তোমার আদিম প্রেম
আমি আর তুমি শুধু তুমি আর আমি,
আর অযূত চাঁদের আলপনা।
নীলাক্ষী!
ভয় পেলে ?
ভয় নেই, হাত ধরো শক্ত করে,
এবার দুজন বদলে দেব ঠিক
সময়ের আলপনা।
সাম্প্রতিক মন্তব্য