মহা ভারতের গল্প
কথা ছিল আজ আসবেন কৃষ্ণদৈপায়ন বেদব্যাস
নেবুতলা জোড়া গির্জার কোণায় আমাকে শোনাতে আস্তিকের উপাখ্যান।
আস্তিকের নাগদের দেশছাড়া করার প্রতিজ্ঞা, আর
তার পরবর্তী অংশ শোনাবেন আমাদের।
কিন্তু বেদব্যাস আপনাকে আপনার এই বেশভূষা
নিয়ে আজ বিস্তর ঝামেলা পোহাতে হবে নাকি ?
আজকাল বেশভূষা দিয়ে মানুষ চিনতে হয়, তাই আপনার এই লম্বা দাড়ি গোঁফ আপনার পরিচয় এর অন্তরায় হবে নাকি ?
গণতন্ত্রে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত নাগকুল ছিল সেসময়, তবু তাদের নিস্তার ছিল কি?
তাদের চাহিদার কথা শোনেননি জন্মেজয়,
নাগকুল বিতাড়ন এর ষড়যন্ত্র ছিল অব্যাহত।
আপনারা জন্মেজয় এর রোষ থেকে নাগদেরে
রক্ষা করতে পেরেছিলেন ?
নাকি মহারাজের সর্প যজ্ঞের আগুনে ঘি ঢেলেছেন?
সাপ মেরেছেন, লাঠি ভাঙেননি আপনারা।
এবার আবার সেই পাকানো লাঠি নিয়ে আসছেন
কার জন্যে?
প্রভু কার জন্যে?
সাম্প্রতিক মন্তব্য