প্রেমবৃক্ষ
অবশেষে জানা হয়ে গেল, এখানে কোন প্রেমবৃক্ষ ছিল না।
মায়াময়ী সেই বৃক্ষটি ছিল মূলত কতগুলো বর্ণের সমাহার।
প্রতিটি বর্ণের কক্ষে, স্তরে স্তরে প্রস্ফুটিত হয়ে, ছিল অসংখ্য ফুল
সৌরভ না থাকলেও, তাদের ছিল চোখ ধাঁধানো রূপ।
এখানে এলে কারো আর ফেরা হয় না ঘরে।
প্রেম পাগল, মানুষগুলো এভাবেই একদিন ইতিহাসের পাতা থেকে ঝরে পড়ে।
এ মোহ চিরকালের ও চিরজনের। বিভিন্ন ভাবে এর ব্যাখ্যা দেয়া যায়। তবে প্রবাসীদের যাপিত জীবনের প্রসঙ্গও এখানে প্রযোজ্য।